ট্রান্সফরমার কি বা কাকে বলে?
ট্রান্সফরমার একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা বিদ্যুৎ শক্তিকে একটি বৈদ্যুতিক বর্তনি (সার্কিট) থেকে অপর একটি বৈদ্যুতিক বর্তনিতে ফ্রিকুয়েন্সিকে কোন প্রকার পরিবর্তন না করে স্থানান্তর করে।
কার্যপ্রণালীর ওপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
কার্যপ্রনালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমার দুই প্রকার যথাঃ
- স্টেপ আপ ট্রান্সফরমার।
- স্টেপ ডাউন ট্রান্সফরমার।
- ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনে।
- রেডিও, টেলিভিশন, টেপ-রেকর্ডার, ভিসিয়ার ইত্যাদি জায়গায়।
- বৈদ্যুতিক কমিউনিকেশন সার্কিটে
- টেলিফোন ও কন্ট্রোল সার্কিটে
ব্যবহারের উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
ব্যবহারের উপর ভিত্তি করে ট্রান্সফরমার প্রকারভেদ হলো
- পাওয়ার ট্রান্সফরমার
- ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার
- অটো ট্রান্সফরমার
- ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার
- কারেন্ট ট্রান্সফরমার
- পটেনশিয়াল ট্রান্সফরমার
স্থাপন এর উপর ভিত্তি করে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
স্থাপন এর উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে নিচের অংশে ভাগ করা যায়
ইনডোর টাইপ ট্রান্সফরমার
- আউটডোর টাইপ ট্রান্সফরমার
- আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার
- পোল মাউন্টেড ট্রান্সফরমার
ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
ফেজের সংখ্যা অনুসারে ট্রান্সফরমার কে দুই ভাগে ভাগ করা যায়।
- সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার
- পলি ফেজ ট্রান্সফরমার
ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার কত প্রকার ও কি কি?
ফ্রিকোয়েন্সি অনুসারে ট্রান্সফরমার দুই প্রকার।
- রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার
- অডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার
প্রাইমারি উয়াইন্ডিং
ট্রান্সফরমারের যে সাইডে সাপ্লাই বা সোর্স যুক্ত করা হয় তাকে প্রাইমারি উয়াইন্ডিং বলা হয়।
সেকেন্ডারি উয়াইন্ডিং
ট্রান্সফরমারের যে সাইডে আউটপুট বা লোড সংযুক্ত করা হয় তাকে সেকেন্ডারি উয়াইন্ডিং বলা হয়।
ট্রান্সফরমারে সংযোগ ছাড়া এক কয়েল থেকে অন্য কয়েলে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়?
মিউচুয়াল ইন্ডাকশন এর মাধ্যমে ট্রান্সফরমার এক কয়েল থেকে অন্য কয়েলে বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে। যখন প্রাইমারি কয়েলে সাপ্লাই দেওয়া হয় তখন এর চারপাশে একটি ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চুম্বকীয় আবেশের সৃষ্টি হয়ে থাকে।
তখন এই ফিল্ড থেকেই ফ্লাক্স সংগ্রহ করে সেকেন্ডারি কয়েল এবং এদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকশনের তৈরি হয় যার ফলে সেকেন্ডারিতে বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে। এই বিদ্যুৎ প্রবাহ মান নির্ভর করে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যার উপর।
ট্রান্সফরমারের ট্রান্সফরমেশন রেশিও কাকে বলে?
ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারির ভোল্টেজ, কারেন্ট ও প্যাচ সংখ্যার মধ্যে যে সম্পর্ক থাকে তাকে ট্রান্সফরমেশন রেশিও বলে।
Tags
ইলেকট্রিক্যাল