ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিষয়ের কমন সাংকেতিক বর্ণের পূর্ণরূপ


ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স এর বিভিন্ন সংক্ষিপ্তরূপ বা সাংকেতিক বর্ণ বিভিন্ন ক্ষেত্রে চোখে পড়ে। এই বর্ণগুলো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, বিভিন্ন সার্কিট, টুলসে ও বিভিন্ন কাজে ব্যবহিত হয়।

এছাড়া এই বর্ণগুলো প্রায় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে ও বিভিন্ন মেশিনের বৈশিষ্ট্য বা নেমপ্লেটে দেওয়া থাকে।

এই লেখাটি ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিভাগের নতুন ছাত্র-ছাত্রীদের জন্য বেশ সহায়ক হবে বলে আশা করা যায়। এছাড়া সবাই যাতে উপকৃত হয় এমন চিন্তাধারা থেকে এই লেখাটি লিখতে শুরু করছি।

সাংকেতিক বর্ণ ও পূর্ণরূপ লিস্ট
  • A = অ্যাম্পিয়ার (Ampere)
    • V = ভোল্ট (Volt)
    • VA = ভোল্ট অ্যাম্পিয়ার (Volt ampere)
    • C = ক্যাপাসিট্যান্স (Capacitance)
    • f = ফ্রিকোয়েন্সি (Frequency)
    • R = রেজিস্ট্যান্স (Resistance)
    • G = কন্ডাক্ট্যান্স (Conductance)
    • X = রিয়াক্ট্যান্স (Reactance)
    • Y = এডমিট্যান্স (Admittance)
    • Z = ইম্পিড্যান্স (Impedance)
    • XC = ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স (Capacitive Reactance)
    • L = সেল্ফ ইন্ডাক্ট্যান্স (Self Inductance)
    • s = স্লিপ (Slip)
    • M = মিউচুয়াল ইন্ডাক্ট্যান্স (Mutual Inductance)
    • T = Torque, Time Period, Temperature
    • t = Time
    • RF = Radio Frequency
    • XL = ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স (Inductive Reactance)
    • AC = অল্টারনেটিং কারেন্ট (Alternating Current)
    • Ah = অ্যাম্পিয়ার আওয়ার (Ampere hour)
    • DC = ডাইরেক্ট কারেন্ট (Direct Current)
    • e.m.f = ইলেক্ট্রোমোটিভ ফোর্স (Electromotive force)
    • H = হেনরী (Henry)
    • Hz = হার্জ (hertz)
    • KHz = কিলো হার্জ (kilohertz)
    • MHz = মেগা হার্জ (Megahertz)
    • h.p = হর্স পাওয়ার (horsepower
    • W = ওয়াট (Watt)
    • kW= কিলোওয়াট (Kilowatt)
    • MW = মেগাওয়াট (Megawatt)
    • MVAr = মেগাভোল্টএম্পিয়ার (Mega volt ampere) (reactive)
    • KVA = কিলোভোল্ট এম্পিয়ার (Kilovolt-ampere)
    • KΩ = কিলো ওহমস (Kilo ohms)
    • MΩ = মেগা ওহমস Mega ohms
    • MMF = ম্যাগনেটোমোটিভ ফোর্স (Magneto motive force)
    • p.d = পটেনশিয়াল ডিফারেন্স বা পটেনশিয়াল ড্রপ (Potential Difference)
    • p.f = পাওয়ার ফ্যাক্টর (Power factor)
    • RPM = রিভিউলেশন পার মিনিট (Revolutions per minute)
    • lm = লুমেন (Lumen)
    • μF = মাইক্রো-ফ্যারাড (micro Farad)
    • μA = মাইক্রো-এম্পিয়ার (micro Ampere)
    • Wb = ওয়েবার (Weber)
    • ckt = সার্কিট (Circuit)
    • S.P = সিঙ্গেল পোল (Single Pole)
    • SPDT = সিঙ্গেল পোল ডাবল থ্রো (Single Pole Double Throw)
    • DPDT = ডাবল পোল ডাবল থ্রো (Double Pole Double Throw)
    • FDB = ফিউজ ডিস্ট্রিবিউশন বোর্ড (Fuse Distribution Board)
    • DP = ডাবল পোল (Double Pole)
    • IC = ইন্ট্রিগ্রেটেড সার্কিট (Integrated Circuit)
    • KCL = কার্শফ কারেন্ট ল (Kirchhoff’s current law)
    • KVL = কার্শফ ভোল্টেজ ল (Kirchhoff’s Voltage law)
    • mA = মিলি এম্পিয়ার (Milliampere)
    • mV = মিলি ভোল্ট (Millivolt)
    • LED = লাইট ইমেটিং ডায়োড (Light Emitting Diode)
    • LDR = লাইট ডিপেন্ডিং রেজিস্টর (Light Dependent Resistor)
    • LT = লো টেনশন (Low Tension)
    • HT = হাই টেনশন (Hight Tension)
    • MCB = মিনিয়াচার সার্কিট ব্রেকার (Miniature Circuit Breaker)
    • P = পোল (Pole)
    • PT = পটেনশিয়াল ট্রান্সফরমার (Potential Transformer)
    • CT = কারেন্ট ট্রান্সফরমার (Current Transformer)
    • Q = চার্জ (Charge)
    • SWG = স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ (Standard Wire Gauge)
    • VCB = ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার (Vacuum Circuit Breaker)

    Post a Comment

    Previous Post Next Post