ডিপ্লোমা শিক্ষার্থী যেসকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন |


Image result for university
BSC for diploma holders in Bangladesh university list – ডিপ্লোমা পড়াশুনা শেষ করার পর অনেকে উচ্চশিক্ষা গ্রহন করতে চান আবার অনেকেই চাকরিতে যোগদান করার পর উচ্চশিক্ষা গ্রহন করার মত প্রকাশ করেন। এটি আসলে ব্যাক্তি উপর নির্ভর করে থাকেন। দুটোর দুই ধরনের সুবিধা লক্ষ্য করা যায় আমরা  পূর্বে আলোচনা করেছি। অনেকেই জানেন না যে উচ্চশিক্ষার জন্য ডিপ্লোমা ছাত্র-ছাত্রীরা কোন কোন ভার্সিটিতে ভর্তি হতে পারবেন।  
ডিপ্লোমা শেষ করার পর ছাত্র-ছাত্রীরা দুই ধরনের ভার্সিটিতে ভর্তি হতে পারবেনঃ
  1. সরকারি ইউনিভার্সিটি / পাবলিক বিশ্ববিদ্যালয়।
  2. প্রাইভেট ইউনিভার্সিটে / বেসরকারি বিশ্ববিদ্যালয়।  
নিচে ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের সরকারি ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা ও বিশ্ববিদ্যালয় তালিকা দেয়া হলো।

BSC for diploma holders in Bangladesh university list

সরকারি ভার্সিটি তালিকা

  1. ডুয়েট গাজীপুর – ৬৫০ (শুধুমাত্র ডিপ্লোমা ছাত্র-ছাত্রীরা ডুয়েটের জন্য আবেদন করতে পারেন)
  2. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST), সিলেট (১২০০)
  3. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST), যশোর (৭০০)
  4. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি (JKKNIU), ময়মনসিংহ (১৩০)
  5. Bangabandhu Textile Engineering College (Btec) , Tangail (১২০)
  6. উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (BOU), গাজীপুর (CSE ১৩৫, BBA ৭৫০)
  7. ইসলামিক ইউনিভার্সিটি (IU), কুষ্টিয়া (৫৫০)
  8. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RMSTU), রাঙ্গামাটি (৫০)
এছাড়া টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি,এস,সি ইন টেকনিক্যাল এডুকেশন লাভ করা যায়। এটাতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী দেয়া হয় না।
  1. শুধুমাত্র ডিপ্লোমা ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবেন ডুয়েটে।
  2. আর বাকিগুলোর জন্য ডিপ্লোমা + এইচ,এস,সি ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবেন।
আমরা অনেকেই শুধু ডুয়েটের জন্য প্রস্তুতি গ্রহন করে থাকি কিন্তু অন্য সকল ভার্সিটির জন্য প্রস্তুতি নেই না! ডুয়েট সহ বাকিগুলোর জন্য প্রস্তুতি নিলে যেকোন একটিতে চান্স পাওয়ার প্রবণতা বেশি থাকে।  
ডুয়েটে আপনি যে ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা দিবেন আপনার মেধা তালিকা পরীক্ষায় হলে সেই ডিপার্টমেন্টে চান্স পাবেন কিন্তু ডুয়েট ছাড়া বাকিগুলোতে আবেদন করে যেকোন ডিপার্টমেন্টে চান্স হতে পারে। যেমনঃ আপনি সিভিল থেকে SUST এ পরীক্ষা দিলেন। এতে মেধা অনু্যায়ী Mechanical পেতেও পারেন, আবার English ও পেতে পারেন।
সরকারি ভার্সিটিতে যারা চান্স পান না তাদের জন্য রয়েছে প্রাইভেট ভার্সিটিতে পড়ার সুযোগ। কিছু কিছু প্রাইভেট ভার্সিটিতে ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের জন্য Evening Shift এর ব্যবস্থা রয়েছে অর্থাৎ ছাত্র-ছাত্রী চাকরির পাশাপাশি তারা বিকালের দিকে ক্লাস করতে পারবেন। Evening Shift ছাত্র-ছাত্রীদের সপ্তাহে ২ দিন বা ৩ দিন বা ৪ দিনের মত ক্লাস হয়ে থাকে। এই ক্লাসগুলো শুক্রবার সহ অন্যান্য দিন হয়ে থাকে, এটা নির্ভর করে ভার্সিটির রুলস এর উপর। তবে সকল ভার্সিটিতে Evening Shift নেই, সেক্ষেত্রে ঐ সকল ভার্সিটিতে ভর্তি হতে চাইলে কিছু ক্রেডিট ছাড় সহ HSC Student দের সাথে ক্লাস করতে হবে
BSC for diploma holders in Bangladesh university list

ডিপ্লোমা শিক্ষার্থীরা Evening Shift এর যেসকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেনঃ

Daffodil International University
  • Address: 102, Shukrabad, Mirpur Road,
  • Dhanmondi, Dhaka-1207, Bangladesh.
  • Email: info@daffodilvarsity.edu.bd
  • Web: www.daffodilvarsity.edu.bd

Green University
  • 220/D, Begum Rokeya Sarani
  • ( 300 meter North Side of IDB Bhaban, Agargaon), Dhaka -1207, Bangladesh.
  • Cell : 01757074301, 01757074303, 01757074304
  • E-mail: admission@green.edu.bd
  • Web: www.green.edu.bd

Southeast University
Bangladesh University of Business & Technology (BUBT)
  • Address: Rupnagar Road, Mirpur, Dhaka, Bangladesh
  • Contact: 01967169189, 01845734337, 01680050630, 01741129235, 01554882075
  • Email: info@bubt.edu.bd
  • Web: www.bubt.edu.bd

Northern University

  • House # 54, Road# 4/A, Dhanmondi, Satmasjid Road, Dhaka-1209, Bangladesh
  • Telephone: +88 02 9667237-40
  • Email: admission@nub.ac.bd
  • Website: www.nub.ac.bd

Sonargaon University

  • 147/I, Green Road, Tejgaon, Dhaka-1215, Bangladesh.
  • Phone: +88029126156
  • Mobile: +8801955544903, +8801955529810, +8801712506222
  • Email: journal@su.edu.bd
  • Website: http://www.su.edu.bd/

World University of Bangladesh

  • Plot – 3/A, Road – 4, Dhanmondi, Dhaka – 1205
  • Tel: (0088 02) 961 1410, (0088 02) 961 1411 – 3;
  • Mobile No: 01752102855, 01879542572
  • http://www.wub.edu.bd/

Prime University

  • 114/116 Mazar Road, Mirpur-1, Dhaka 1216, Bangladesh
  • Telephone:+88-02-9038778
  • Email: info@primeuniversity.edu.bd
  • Website: www.primeuniversity.edu.bd

Atish Dipankar University of Science & Technology (ADUST)

  • Plot# 209, Sector# 15 khantek, Uttara, Dhaka-1230
  • Email: info@adust.edu.bd
  • Contact: +88 01742 993152, +88 01777 945494, +88 01911 279619, +88 01705 153510
  • Website: http://www.adust.edu.bd/

Primeasia University

  • Location: Star Tower, Ground Floor, 12, Kemal Ataturk Avenue, Banani, Dhaka
  • Mobile: 01621462175,01857333440,01777676548
  • E-mail: info@primeasia.edu.bd
  • Website: www.primeasia.edu.bd

United International University

  • United City, Madani Avenue,  Badda, Dhaka 1212, Bangladesh.
  • Phone: +88 09604-848-848
  • Email: info@uiu.ac.bd
  • Website: http://www.uiu.ac.bd/

University of Information Technology & Sciences (UITS)

  • H-190, Rd-5, Maddha Nayanagar, Baridhara, Dhaka 1212.
  • Phone:+880 193 991 5209, +880 171 348 7709, +880 184 404 3870 (8AM – 10PM)
  • Email: info@uits.edu.bd
  • Website: https://uits.edu.bd/


Previous Post Next Post