বাংলাদেশে চাকরিপ্রার্থীদের জন্য গুগলের নতুন সার্চ সেবা


বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার তিন দেশে চাকরিপ্রার্থীদের জনপ্রিয় জব সাইট, অনলাইন ক্লাসিফাইড ও কোম্পানিগুলো থেকে চাকরি খোঁজার  কাজ সহজ করে দিতে নতুন সার্চ সেবা চালু করেছে গুগল। 
অনলাইন থেকে ব্যাপকভাবে চাকরির তালিকা সরবরাহ করার জন্য গুগল সার্চে নতুন সেবাটি সরাসরি যুক্ত করা হয়েছে।
শুরুতে জব সার্চে বিক্রয়ডটকম, মোস্তাকবিলডটকম ও এক্সেপ্রেসজবডটএলকে’র মতো হাজারো সাইটের লাখো চাকরির তালিকা থাকছে।
জব সার্চ বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার চাকরিপ্রার্থীদের উপকারের জন্য চাকরির ব্যাপক তালিকা সরবরাহ করছে।
এন্ড্রয়েড ও আইওএসে গুগল অ্যাপ এবং ডেস্কটপ ও মোবাইলে গুগল সার্চ ব্যবহার করে নতুন সেবাটি ইংলিশে পাওয়া যাবে।

Post a Comment

Previous Post Next Post