দেশের বাজারে অপ্পোর নতুন দুটি স্মার্টফোন

অপ্পো এ৯ (২০২০)

দেশের বাজারে অপ্পো নিয়ে এসেছে মিড বাজেটের অপ্পো এ৯ (২০২০) ও এ৫ (২০২০)। ঢাকার লেকশোর হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ফোন দুটি উন্মোচন করা হয়েছে।
অপ্পো এ৫ (২০২০)
ফোনটিতে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ৭২০*১৬০০ পিক্সেল এবং স্ক্রিন থেকে বডি রেশিও ৮৯%।
এতে স্ন্যাপড্রাগণ ৬৬৫ প্রসেসর রয়েছে। এর সাথে ৩ / ৪ জিবি র‍্যাম এবং ৬৪ / ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ফোনটির পেছনে ১২ + ৮ + ২ + ২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
অপ্পো এ৫ (২০২০) এর দাম ধরা হয়েছে ১৯ হাজার ৯৯০ টাকা।
অপ্পো এ৯ (২০২০)
পুরো স্পেসিফিকেশনঃ মিড বাজেটের ফোন অপ্পো এ৯ (২০২০)
ফোনটিতে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, এর রেজুলেশন ৭২০*১৬০০ পিক্সেল এবং স্ক্রিন থেকে বডি রেশিও ৮৯%। এতে স্ন্যাপড্রাগণ ৬৬৫ প্রসেসরের সাথে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে।
ডিভাইসটির পেছনে ৪৮ + ৮ + ২ + ২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
অপ্পো এ৯ (২০২০) এর দাম ধরা হয়েছে ২৪ হাজার ৯৯০ টাকা।
Previous Post Next Post