টাঙ্গাইলের সাইফুল একজন সফল ফ্রিল্যান্সার


ভাবতেই অবাক লাগে?  কিন্তু সত্যিই মাত্র ১৫ বছর বয়সেই একজন সফল ফ্রিল্যান্সার।  ফ্রিল্যান্সিং বাংলাদেশের  জন্য একটি সম্ভাবনাময় পেশা। ফ্রিল্যান্সিং আর ইচ্ছাশক্তির  মাধ্যমে যেকেউ তার ভাগ্যের  চাকা ঘুরাতে পারেন। আর ঠিক সে ভাবেই ভাগ্যের চাকা ঘুরিয়েছেন মো. সাইফুল ইসলাম। নিজের লেখাপড়ার খরচ এবং পরিবারের আর্থিক চাহিদা মিটিয়ে এখন পরিবারের সকলের আদরের সাইফুল ইসলাম। তিনি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া (ফইটামারী) গ্রামের শাজাহান আলীর ছেলে এবং আউশনারা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।তিনি ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন, এসইও, গ্রাফিক্স, ব্লগে লেখালেখির কাজ করে থাকেন।

Previous Post Next Post