ফিউজ কি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর । Electrical Fuse

Image result for ফিউজ hd image
ফিউজ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। এর কাজ একদম সিম্পল, এই লেখাটিতে ফিউজের কার্যপদ্ধতি এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন-উত্তর আলোচনা করা হবে। দেখে নিই যে যে বিষয় আলোচনা করা হবে।
  • ফিউজ কাকে বলে? 
  • ফিউজের কার্যপদ্ধতিঃ
  • ফিউজ তারের জন্য যে সকল ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়ে থাকে
  • ফিউজিং কারেন্ট কি?
  • ফিউজ এর কাট-অফ কারেন্ট কি?
  • কারেন্ট রেটিং অফ ফিউজিং এলিমেন্ট কি?
  • ফিউজিং ফ্যাক্টর কি?
  • ফিউজের সুবিধাসমূহ
  • ফিউজের অসুবিধাসমূহ 
ফিউজ কাকে বলে? 
Fuse হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের অনেক সরু ও কম গলনাঙ্ক বিশিষ্ট পরিবাহী তার যা বৈদ্যুতিক সার্কিটে সংযুক্ত থেকে নির্দিষ্ট পরিমান কারেন্ট অনির্দিষ্টকাল বহন করতে পারে। নির্ধারিত পরিমানের চেয়ে অতিরিক্ত বেশি কারেন্ট প্রবাহিত হলেই ফিউজ নিজে গলে গিয়ে বর্তনীর ত্রুটিপূর্ণ অংশকে সোর্স থেকে বিচ্ছিন্ন করে দেয়। 

সুতারাং এভাবে বলা যায়, Fuse হলো একটি ইলেকট্রিক্যাল নিরাপত্তা প্রদানকারী ডিভাইস।

ফিউজের কার্যপদ্ধতিঃ
Fuse তারের কাজ হলো অতিরিক্ত তাপমাত্রা উৎপন্ন না করে নির্দিষ্ট পরিমান কারেন্ট বা স্বাভাবিক কারেন্ট বহন করা। যখন সার্কিটে অতিরিক্ত পরিমাণ কারেন্ট প্রবাহ হয় তখন Fuse তার অপারেশন শুরু করে।
ফিউজ
ফিউজে একটি মেটাল তার বা তারের টুকরো। যখন সার্কিটে অতিরিক্ত কারেন্ট প্রবাহ হয় তখন এই মেটাল তার টি গলে যায় এবং সার্কিট কে রক্ষা করে। Fuse অপারেশন শেষ হলে এটিকে পুনরায় খুলে মেটাল তার লাগিয়ে খুব সহজে আবার ব্যবহার করা যায়।

ফিউজ তারের জন্য যে সকল ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়ে থাকে
  • টিন
  • লিড
  • জিংক
  • সিলভার
  • এন্টিমনি
  • কপার
  • অ্যালুমিনিয়াম ইত্যাদি।
ফিউজিং কারেন্ট কি?
আমরা জানি ফিউজের মধ্যে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে ফিউজের তার গলে যায়। সর্বনিম্ম যে কারেন্ট প্রবাহিত হলে ফিউজের তার গলে যায় তাকে ফিউজিং কারেন্ট বলে। এই কারেন্টের মাণ ফিউজিং এলিমেন্ট কারেন্ট রেটিং এর বেশি হয়।

ফিউজ এর কাট-অফ কারেন্ট কি?
শর্ট সার্কিটের ফলে কারেন্টের সর্বোচ্চ যে মানে পৌছার পূর্বে Fuse তার গলে যায় তাকে সাধারণত ফিউজের কাট-অফ কারেন্ট বলে।
কারেন্ট রেটিং অফ ফিউজিং এলিমেন্ট কি?
Fuse তারে যখন অতিরিক্ত পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তখন অনেক গরম হয়ে যায়। এই অতিরিক্ত গরম অবস্থায় Fuse তার গলে না গিয়ে ম্যাক্সিমাম যে পরিমাণ কারেন্ট বহন করতে পারে তাকে ঐ ফিউজের কারেন্ট রেটিং বলে।

ফিউজিং ফ্যাক্টর কি?
ফিউজের মিনিমাম ফিউজিং কারেন্ট ও কারেন্ট রেটিংয়ের ফিউজ-এর অনুপাতকে ফিউজিং ফ্যাক্টর বলে।

তাহলে, ফিউজিং ফ্যাক্টর = সর্বনিন্ম ফিউজিং কারেন্ট / কারেন্ট রেটিংয়ের ফিউজ এলিমেন্ট। 

এর মান সব সময় 1 এর চেয়ে বড় হয়।
ফিউজের সুবিধাসমূহ
  • প্রটেকডিভাইস এর মধ্যে Fuse সবচেয়ে সহজ ও সরল পদ্ধতি।
  • এটার রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয় না।
  • এর অপারেটিং টাইম সার্কিট ব্রেকারের তুলনায় খুব কম।
  • প্রয়োজন অনুযায়ী ফিউজের তার পরিবর্তন করা যায়।
  • এটা দামে অনেক সস্তা।
  • এটি ওভার কারেন্ট প্রটেকশনে বেশ উপযোগী।
  • কোন প্রকার শব্দ, ধোঁয়া বা গ্যাস ছাড়াই শর্ট সার্কিট কারেন্টের প্রবাহকে বিরত রাখে।

Post a Comment

Previous Post Next Post